রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চিত্রকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ১৫০ফুট দীর্ঘ চিত্রকর্ম বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের পট প্রদর্শনীর আয়োজন করা হয়। দীর্ঘ এই স্ক্রল পেইন্টিংয়ে ব্যবহার করা হয়েছে মাটির তৈরি রঙ। কারিগর শাহজাহান আহমেদ বিকাশ।
রবিবার সকালে গণভবন থেকে এই চিত্রকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মায়ের ভাষায় কথা বলার সংগ্রাম থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে জীবনের শেষ দিন পর্যন্ত অবদান রেখে গেছেন। তবে ৭৫ পরবর্তী সরকার, এদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল তখন এদেশের কবি, লেখকরা তাদের শিল্প কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর নাম বাঁচিয়ে রেখেছিলেন। ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হলেও বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলা যায়নি। কবিতা, শিল্পীর তুলির আঁচড়, সাহিত্যে তার নাম আরও সমুজ্জ্বল হয়েছে।
শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন ও অর্জনের নেপথ্যে ত্যাগ ও অবদানের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। দিবসেগুলোর তাৎপর্য যেন তরুণ প্রজন্ম জানতে পারে সে ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। স্বার্থপরের মতো নিজের জন্য নয়, বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করে দেশের কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।