মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ফসলের মাঠে কৃষকের আত্মহত্যা ও দায়ীদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক প্রতিবাদসভায় একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় বিএনপি মহাসচিব বলেন, সরকার একদিকে মাথাপিছু আয় বাড়ার কথা বললেও তাদের দুঃশাসনে কৃষক আত্মহত্যা করছে। চাল-ডালসহ নিত্য পণ্যের দাম বাড়ায় সরকারের সমালোচনাও করেন মির্জা ফখরুল। জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্দলীয় সরকারের অধীন নির্বাচন দাবি করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এখন তারা আবার নির্বাচনে জয়ী হওয়ার জন্য নিজেদের মতো করে নির্বাচন কমিশন গঠন করবে। এই সব কার্যক্রমের মাধ্যমে তারা জনগণকে বোকা বানাচ্ছে।
তিনি আরও বলেন, দেশকে ধ্বংস করার কারণে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকার নতুন করে নির্বাচন কমিশন গঠন করবেন। সেই নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হবে।