রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

‘শহীদ মিনারের পাশাপাশি ভার্চুয়াল জগতেও কড়া নজরদারি’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

রবিবার (২০শে ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনার এলাকার নিরাপত্তা পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি জানান, ২১শে ফেব্রুয়ারিতে নারীরা যেন কোনো রকম হেনস্থার শিকার না হয় সেটি নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই যাতে সুশৃঙ্খলভাবে আসতে পারে, সে জন্য তৈরি হয়েছে রুটম্যাপ।

অনান্যবারেরও মতো এবারো শুধু পলাশী থেকে শহীদ মিনারগামী রাস্তাটি খোলা থাকছে। এ ক্ষেত্রে কয়েকটি রাস্তা বন্ধ থাকবে। তার মধ্যে হচ্ছে- বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক; চাঁনখারপুল-রুমানা চত্বর ক্রসিং সড়ক; টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং; উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং। সিসিটিভি ক্যামেরাসহ অন্যান্য রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি।

গাড়ি পার্কিং ব্যবস্থা- একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিং এর ব্যবস্থা থাকবে। নগরবাসীর জন্য নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে।

সাধারণ নির্দেশনায় থাকবে- মাস্ক পরিধান করতে হবে। অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকবেন। কোন রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি করা যাবে না।

এদিকে নিরাপত্তা নিশ্ছিদ্র রাখতে শনিবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা, মেস ও আবাসিক হোটেলে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.