শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে দি ইউনিভার্সেল একাডেমি আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মেশাররফ হোসেনের লেখা ‘স্মৃতির অ্যালবাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, আজকে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। শুধুমাত্র নির্বাচন কমিশনার গঠন করে, তার জন্য সার্চ কমিটি গঠন করে, জনগণের সাথে প্রতারণা করে, জনগণকে বোকা বানিয়ে ২০১৪ ও ১০১৮ সালের মতো তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। একদলীয় শাসন ব্যবস্থা করতে চায়।
তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, মৌলিক অধিকারসহ সমস্ত অর্জন ধ্বংস করেছে বর্তমান সরকার। দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে কাজ করায় দুদক কর্মকর্তাকেই বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে। ক্ষমতাসীন দলের দুই প্রভাবশালী নেতার সম্প্রতি ফাঁস হওয়া কথোপকথন থেকেই তাদের দুর্নীতির চিত্র স্পষ্ট।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটবে, বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া মুক্ত হবেন।
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ জানান, বিপ্লব রাস্তার ওপারে দাঁড়িয়ে। তাকে ডেকে আনতে হবে। এ বছরই ইতিহাসের সাড়া জাগানো বিপ্লব ঘটবে।