ফরিদগঞ্জে বসতঘরে আগুনে পুড়ে বেলি বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাতে বসতঘরে দাউ দাউ আগুন দেখে তারা। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে।
আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বসতঘরের ভেতরে থাকা বৃদ্ধা বেলি বেগমকে বাঁচাতে পারেনি তারা। খোঁজ নিয়ে জানা গেছে, বেলি বেগম তার ঘরের ভেতর থেকে তালা মেরে ঘুমাতেন। যার কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত বেলি বেগমের ছোট বোন মনি বেগম বলেন, আমার বোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) হাসপাতালে আয়া পদে কাজ করতেন। স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। তারপর গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে একাই থাকেন বেলি বেগম।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে পাশের হাইমচর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লেগেছে, পুলিশ তা তদন্ত করছে।