রাজশাহীর গোদাগাড়ীতে ছেলেকে স্কুলে নেয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন পিতা ও পুত্র। বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর বসলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিতার নাম মো. সাজু মিয়া (৩২)। নিহত পুত্রের নাম আব্দুল্লাহ আল আলিফ (০৭)। সাজু মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট থানার নন্দনপুর গ্রামের আবদুল মজিদেরর পুত্র। তিনি দীপশিখা নামের একটি এনজিওতে চাকরির সুবাদে গোদাগাড়ীতে বসবাস করতেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিআরটিসির বাসটি রাজশাহীতে আসছিলো। ওই সময় শিশুপুত্রকে স্কুলে রাখতে সাজু মিয়া বাইক নিয়ে বের হন। তার ভাড়া বাসার সামনে বের হতেই বাসের সামনের চাকা পাংচার হয়ে বিপরীত দিকে গিয়ে বাসটি পিতা-পুত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। বাসটি পাশের ধানক্ষেতে গিয়ে উল্টে যায়।
এদিকে, রাজশাহীর শালবাগানে বাসচাপায় নাজমুল ইসলাম (২৯) নামের আরো একজন নিহত হয়েছেন। তিনি তানোর উপজেলার বিল্লী বাজার এলাকার বাসিন্দা মোকসেদ আলীর পুত্র। নাজমুল ইসলাম তানোরের বিল্লি বাজারে ফার্মেসীর মালিক ছিলেন। বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান জানান, বাসচাপায় তিনি নিহত হয়েছেন। তবে, ঘাতক বাসটিকে এখনও শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ।