বৃহস্পতিবার সকালে ন্যাশনাল ডিফেন্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২১ এর গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, সেনাবাহিনীকে অত্যাধুনিক করতে সব কিছুই করছে সরকার। এ সময় নৌবাহিনী, সিভিল এভিয়েশন ও সেনাবাহিনীতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, নৌবাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই সাবমেরিন সংযোজন করা হয়েছে।
সরকার প্রধান বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই করোনার মধ্যে আমরা আর্থ সামাজিক উন্নয়ন চালিয়ে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।