এবছরের আগস্টে ক্ষমতা দখলের পর আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারকে ক্ষমা এবং পুলিশ, সেনা সদস্যসহ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিলেও প্রতিশোধ মূলক এ হত্যাকান্ড চালিয়েছে তালেবান।
ক্ষমতা দখলের পর থেকে অক্টোবর পর্যন্ত ৪৭ জন আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী-এএনএসএফ সদস্যকে হত্যা অথবা গুমের বিস্তারিত তথ্য প্রকাশ হয়েছে প্রতিবেদনে। দেশটির গজনি, হেলমান্দ, কুন্দুজ এবং কান্দাহার প্রদেশে এসব হত্যাকান্ডের ঘটনা ঘটে। তবে এইচআরডব্লিউর আনা এসব অভিযোগ অস্বীকার করেছে তালেবানের সহকারী মুখপাত্র বিলাল কারিমি।
আফগানিস্তানে প্রায় ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গেল আগস্টে সব মার্কিন সেনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই তালেবানের হাতে আফগান সরকারের পতন ঘটে এবং দেশটিতে পুনরায় সরকার গঠন করে তালেবান।