শনিবার দিবাগত রাতে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের খবরে এমনটি জানানো হয়।
জানা যায়, মরদেহবাহী গা[ড়িটি শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থেকে ছেড়ে আসে। পথে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে মরদেহবাহী গাড়িটি। এতেই হাতাহতের এমন ঘটনা ঘটে। মরদেহবাহী গাড়িতে প্রায় ৩৫-৪০ জন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। বেশ কয়েক জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত এক যাত্রী বলেন, রাস্তা খারাপ ছিল। কুয়াশাও ছিল। তার মধ্যেই দ্রুত গতিতে গাড়ি চলছিল। এরপর রাস্তায় পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে আমাদের গাড়ি।
পুলিশ জানিয়েছে, মরদেহবাহী গাড়িটির অনেক গতি ছিল। এছাড়াও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্তকাজ চলমান রয়েছে।