রবিবার বেলা ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার, শেরে বাংলা হলে থাকতেন। ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে আবরারকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
ঘটনার পরদিন রাজধানীর চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। পুলিশ পরে ২২ জনকে গ্রেপ্তার করলে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জন সাক্ষ্য দেন। মামলায় এজহারভূক্ত ২৫ জনের মধ্যে ২২ আসামি কারাগারে, আর মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি ও মোস্তবা রাফিদ পলাতক।
রায়ে সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। অন্যদিকে আসামিপক্ষের আশা, ন্যায়বিচার পেলে খালাস পাবে সব আসামি।