রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল মিলনায়তনে ‘খালেদা জিয়ার জামিনে মুক্তি ও সুচিকিৎসা’ বিষয়ক সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ মন্তব্য করেন। বলেন, খালেদা জিয়া জীবন সংকটাপন্ন। আজই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। কিন্তু, বিদেশ যেতে না দিয়ে সরকার খালেদা জিয়ার সাথে অমানবিক আচরণ করছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, ৪ জন বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার জন্য চেষ্টা করছেন। তাই তারা খালেদা জিয়ার ব্যাপারে মুখ খুলছেন না। এ সময় হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, প্রতিহিংসার পথে হেঁটে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। বর্তমান সরকার রাজনীতি এবং জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সাইফুল হক।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার।