গত সপ্তাহে হিলি বন্দরের পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২৯ থেকে ৩০ টাকা কেজি দরে। এখন সেই পেঁয়াজই ৭ থেকে ৮ টাকা কমে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে ।
বন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি এলসি করছে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। তবে ক্রেতা না থাকায় বিপাকে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।
এদিকে, পেঁয়াজের দাম কিছুটা কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় এখন কিছুটা কম দাম বিক্রি হচ্ছে পেঁয়াজ।
হিলি কাস্টমস্ সুত্রে জানা গেছে, শনিবার, রবিবার ও সোমবার এই তিনদিনে ভারতীয় ৭১টি ট্রাকে ২ হাজার ২৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।