মঙ্গলবার রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে একথা জানায় কমিশন। করোনায় লকডাউনে যেভাবে অনলাইনে ক্লাস হতো সেভাবেই নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সি এ কিউ এম-এর আদেশে আগামী ২১শে নভেম্বর পর্যন্ত দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের ৫০ শতাংশ কর্মীকে ঘরে বসে কাজের পরামর্শ দেয়া হয়েছে। এই সময় নির্মাণকাজও বন্ধ রাখতে বলা হয়েছে। রেলস্টেশন, বাস টার্মিনাল ও বিমানবন্দরে নির্মাণকাজ এই নির্দেশনার বাইরে থাকবে। রাজধানীতে ট্রাক প্রবেশেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। তবে জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে। দীপাবলির পর থেকেই বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি।