গত ৭ ও ৮ অক্টোবর সাউথ পয়েন্ট স্কুলের ইংরেজি মাধ্যমের গ্রেড ফোরের ছাত্রী ওয়ারসিয়া খুশবু – শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত স্কুল দাবা প্রতিযোগিতা ২০২১ এর এ গ্রুপে (১ম -৫ম শ্রেণি) ৭ম রাউন্ড খেলা শেষে ৪.৫০ পয়েন্ট পেয়ে ছাত্রীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
খুশবু গত ২০১৭ থেকে শেখ রাসেল দিবস এ দাবায় পুরস্কার পাচ্ছে। খুশবুর সাথে সাউথ পয়েন্ট স্কুলের আরও ১০ জন প্রতিযোগী উল্লেখযোগ্য পয়েন্ট স্কোর করে মেরিট সার্টিফিকেট অর্জন করে। প্রতিষ্ঠানটির মালিবাগের অধ্যক্ষ কর্ণেল (অবঃ) শামসুল আলম পি,এস,সি খুশবুর এ সাফল্যে অন্যরাও যাতে তাঁর সাথে দলগত ভাবে নিজস্ব দাবা ক্লাব গঠন কল্পে ফেডারেশনের দাবা লীগে অংশগ্রহন করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানের স্পোর্টস কো-অর্ডিনেটরকে নির্দেশ দেন। ৭ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম পি প্রধান অতিথি হিসেবে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এ স্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ- সভাপতি কে এম শহীদ উল্যা। অদ্য ১৮ অক্টোবর, বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উপস্থিত থেকে উপরোক্ত স্কুল দাবা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করেন। শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জনাব রকিবুর রহমান, উপদেষ্টা জনাব তরফদার রুহুল আমিন এবং উপদেষ্টা জনাব সিরাজুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ- সভাপতি জনাব কে এম শহীদ উল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি।