১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত- এই পাঁচদিনে দেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল হ্যান্ডসেট চিহ্নিত করা হয়েছে। এই ফোনগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) বৃহস্পতিবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ থেকে ৫ অক্টোবর- এই পাঁচ দিনে বিটিআরসির ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭টি মোবাইল ফোন সচল হয়েছে। এর মধ্যে বৈধতা পেয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৫৭টি, আর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে ২ লাখ ৮ হাজার ৪টি ফোন। এসব ফোন একযোগে বন্ধ না করে ক্রমান্বয়ে বন্ধ করা হবে।
বিটিআরসির মিডিয়া উইয়ের উপ-পরিচালক জাকির হোসেন খান একটি গণমাধ্যমকে জানান, বিটিআরসির কর্মকর্তারা বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে গিয়ে বিক্রি করা অনিবন্ধিত ফোন ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে চিঠি দেন।