জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে বারবার সহায়তার আশ্বাস দিলেও প্রতিশ্রুত অর্থ দেয় না উন্নত দেশগুলো। ক্ষতিপূরণ দিতে অনীহা বেশিরভাগ ধনী দেশের। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন ও অভিযোজন হচ্ছে ধীরগতিতে, আরও নাজুক অবস্থায় পড়ছে দরিদ্র দেশগুলো।
২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে দরিদ্র দেশগুলোকে ১শ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয় ধনী দেশগুলো। কিন্তু এখনও দেয়া হয়নি সে ক্ষতিপূরণ। মঙ্গলবার গ্লাসগোতে দ্রুত এই অর্থ পরিশোধের আহবান জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিতে ধনী দেশগুলোর ব্যর্থতা তাদের প্রতি অবিশ্বাস উস্কে দিয়েছে বলে মনে করেন তিনি।
ওবামা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দেন তার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্প। লড়াইয়ে যুক্তরাষ্ট্র আবারও সঠিক পথে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
ক্রিশ্চিয়ান এইডের অনুমান, ২০৩০ সাল পর্যন্ত নানা দুর্যোগের কারণে প্রতিবছর ৪শ বিলিয়ন ডলার লোকসান হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর যে ক্ষতি হয়েছে তার স্বীকৃতি আদায়ের চেষ্টা করা হচ্ছে। ক্লাইমেট একশন নেটওয়ার্কের একজন উপদেষ্টা রয়টার্সকে জানান, ক্ষতিপূরণ দিতে বিলম্বের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন ও অভিযোজন ধীরগতিতে হচ্ছে। যেকারণে নানা দুর্যোগে দরিদ্র দেশগুলোর ক্ষয়ক্ষতি বাড়ছে।