পুজো আসতে আর বেশি দিন নেই, পুজোয় ঘর সাজানো কে কেন্দ্র করে জীবনকে আরো সুন্দর, সহজ ও গতিময় করতে হ্যাফলের প্রদর্শনী কেন্দ্র বাংলাদেশে যাত্রা শুরু করেছে এ বছরের জানুয়ারিতে। এখানে কোন পণ্য বিক্রয় করা না হলেও দর্শক-ক্রেতাদের স্বার্থে হ্যাফলে তাদের এ প্রদর্শনী কেন্দ্রে সকল পণ্য সরাসরি দেখা ও অভিজ্ঞতা নেয়ার সুযোগ করে দিচ্ছে।
অত্যাধুনিক সব পণ্য ও তার বহুমাত্রিক ব্যবহার নাগরিক জীবনে নিয়ে আসবে প্রশান্তি, এমনটিই মনে করেন হ্যাফলে কর্তৃপক্ষ।
বাড়ি তৈরির পরিকল্পনা থেকে শুরু করে পুরো বাড়ি সাজানোর বিষয়ে সরাসরি অভিজ্ঞতা নেয়া যাবে এখান থেকে। কত কম স্থান ব্যবহার করে বাড়িকে সুন্দর করে সাজানো যায় সে বিষয়টিও তুলে ধরা হয়েছে।
অত্যাধুনিক সব পণ্য ও আসবাবকে ফোল্ড করে রাখার বিষয়টি দর্শক-ক্রেতাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
আর এক ছাদের নিচে এত সব আয়োজন পেয়ে উচ্ছসিত আগত ক্রেতা ও দর্শকরাও।
Rajkumar Das Kolkata/india