শনিবার (১৪ আগস্ট ) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জস্থ শীতলক্ষ্যা নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটি জানায়, কয়েকটি ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক গাছের চারা রোপণ করেছে সংগঠনটি। এর মধ্যে ফুল-ফল ও কাঠ গাছের চারা উল্লেখযোগ্য।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মীর ছিবগাতুল্লাহ্ তকি জানান, শহুরে বাস্তবতায় গাছ লাগানোর জন্য উপযুক্ত স্থান এবং মাটি পাওয়া দুষ্কর ব্যাপার। কিন্তু পরিবেশকে সুন্দর, সবুজ এবং উপকারী করার অদম্য ইচ্ছা থেকে আমরা টিম শ্লোগান কয়েকটি ধাপে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের কার্যক্রম সম্পন্ন করেছি।
নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল খান সিদ্দিক বলেন, প্রকৃতিকে সুস্থ রাখতে হলে গাছ লাগানো জরুরি। আমাদের সবার উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো।
এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আবদুল্লাহ্ আল নোমান, বাঁধন, ইমন, মুজাহিদ, সানি, জারিফ, জিসান, ইজাব, জিসান(২), মুন্না, সিয়াম, তানভীর, সামি, মাহিন, আল-হাদী, তানজিলসহ আরো অনেকে।
উল্লেখ্য, চার বছর পূর্বে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।