চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন ১৯ জন। এর মধ্যে কুমিল্লার ১০, চট্টগ্রামের ৫ ও চাঁদপুরের ৪ জন রয়েছেন। রাজশাহী বিভাগে মারা যাওয়া ১৮ জনের মধ্যে বগুড়ায় ৭, রাজশাহীর ৫, নাটোরের ৪ এবং নওগাঁর ২ জন রয়েছে।
খুলনা বিভাগে করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার ৯, খুলনায় ৭, যশোর ও মেহেরপুরে ২ জন করে এবং নড়াইলে একজন রয়েছেন। ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৬, নেত্রকোনার ৪, শেরপুরের ২ এবং জামালপুরের ১ জন রয়েছে।
এদিকে, সিলেট বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটের ১০ ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগে ১১ জন মারা গেছেন। এর মধ্যে বরিশালের ৮, ঝালকাঠি ও বরগুনার ২ জন।
রংপুর বিভাগে করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে রংপুর ও ঠাকুরগাওয়ে দুইজন করে এবং দিনাজপুরে ১ জন রয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ৪ জনের মৃত্যু হয়েছে।