আজ সকালে ৩৬ নম্বর ওয়ার্ডে ‘শনিবার ১০টায় বাড়ির আঙিনা পরিষ্কার’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে এমন দাবি করেন তিনি।
মেয়র বলেন, ২১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে আক্রান্ত হয়েছে ৩২ জন। এই সংখ্যাটা কিন্তু আগের তুলনায় অনেক কম আর এর কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত কাজ করে যাওয়া। এই সংখ্যা আরও কমানোর জন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। ডেঙ্গুতে বেশি আক্রান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মেয়র।
এ সময় মেয়র বাসায় বাসায় গিয়ে ফুলের টব, ফ্রিজের ট্রে ও অন্যান্য সামগ্রিতে পানি জমে আছে কিনা তা পরিদর্শন করেন তিনি। প্রায় ২০টি বাড়ির বাসিন্দাদের ডেঙ্গু বিষয়ে সচেতন করেন মেয়র আতিকুল। মধুবাগের মতো বেশি আক্রান্ত এলাকায় এডিস মশার লার্ভা নিধনে উত্তর সিটি কর্পোরেশন বিশেষ অভিযান চালাবে বলে জানান ডিএনসিসি মেয়র।
ডেঙ্গু আক্রান্তদের ঠিকানা সিটি করপোরেশনকে দেয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, রোগী কমাতে আক্রান্তের এলাকায় স্প্রে করবে নগর কর্তৃপক্ষ।