বৃহস্পতিবার সকাল থেকে নগরীর জেনারেল হাসপাতালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকনে টিকা নিতে আসা ব্যক্তিরা। কিন্তু টিকা না থাকায় সকালে হাসপাতাল থেকে মাইকিং করে টিকা দেওয়া হবে না বলে জানানো হয়। হঠাৎ এমন ঘোষণা ও আগে থেকে কোনও নির্দেশনা না দেওয়ায় টিকা নিতে দূর থেকে আসা বিক্ষুব্ধ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
হাসপাতালের মুল ফটক বন্ধ থাকায় এদিন হাসপাতালে করোনার নমুনা দিতে আসাদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় টিকা আসা সাপেক্ষে পরবর্তীতে টিকা দেওয়ার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি ৫৮৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। আর এখনো পর্যন্ত পুরো জেলায় ১ হাজার ১০৩ জন করোনায় মৃত্যুর পাশাপাশি আক্রান্ত ৯৩ হাজার ২৩৪ জন।