একদিনে বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশাল ও পটুয়াখালীতে ৩ জন করে ছয়জন, ভোলায় ৪ জন এবং পিরোজপুরে ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে বাকি ৯ জন মারা গেছেন শের ই বাংলা মেডিক্যালে।
ফরিদপুরে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন আক্রান্ত ও ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
রাজশাহী মেডিক্যালে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ১২ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ১১, নাটোরের ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনা, নওগাঁর একজন করে রয়েছেন।
চট্টগ্রামে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ময়মনসিংহে মারা গেছেন ১২ জন। এদের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোণার ২ জন রয়েছেন।
এছাড়া, কুষ্টিয়ায় ১২, কুমিল্লায় ৫ ও সাতক্ষীরায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, খুলনায় গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন ২ জন মারা গেছেন।