চেক পোস্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে। তবে গণপরিবহন না থাকায় পায়ে হেটেই যারা অফিস বা গন্তব্যে যাচ্ছেন তারা ক্ষোভ জানিয়েছেন দারা।
আজ শনিবার সকাল থেকেই বৃষ্টি আর সড়কে গাড়ি না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই। রাজধানীর আগারগাঁও এবং মিরপুরের মধ্যে সংযোগ স্থাপন করা ষাট ফুট, কারওয়ান বাজার, বনানী সড়কে একটি তল্লাশি চৌকি দেখা গেছে।
রামপুরা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর সড়কে যানবাহনের চাপ আগের মতই দেখা গেছে। তবে প্রাইভেট কারের সংখ্যা বাড়ছে। এসব এলাকার সড়কে পুলিশের চেকপোস্টগুলো থাকলেও তেমন কড়াকড়ি দেখা যায়নি।
কাকরাইল চেকপোস্টের সামনে পুলিশের দেওয়া নির্দেশিত পথে প্রাইভেট কার, পণ্যবাহী গাড়ি বাঁধাহীনভাবে চলাচল করেছে।