আজ রবিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শ্রমিকদের বেতন-ভাতা প্রদানে শিল্পাঞ্চলে পোশাক শিল্পের সঙ্গে জড়িত শাখাগুলোতে ২০ জুলাই সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে।
ব্যাংকে সময় বাড়ায় এদিকে আজ এবং আগামীকাল শেয়ারবাজারে আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে ঈদের পরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে পুঁজিবাজারে।