স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাতক্ষীরায় ঈদে ঘরমুখো মানুষ ও পথচারিদের মধ্যে মাক্স ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছে সাতক্ষীরা ৯৩ এসএসসি ব্যাচ
ঈদে ঘরমুখো মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাতক্ষীরায় পথচারিদের মধ্যে মাক্স ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছে সাতক্ষীরা ৯৩ এসএসসি ব্যাচ। রবিবার বেলা ১২ টার শহরের নিউমার্কেট চত্বরে এই স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৯৩ এসএসসি ব্যাচের সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, ওবায়েদুর রহমান লিটন, মাসুদ বাবু, এস এম মনির, শেখ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল কাদের, এম আলী বাবু, মোঃ তোরাবুল ইসলাম প্রমূখ। করোনার শুরু থেকে দুঃস্থ, অসহায় এবং করোনা আক্রান্ত ব্যক্তিদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার, ঔষধ, খাদ্য, হ্যান্ডস্যানিটাইজার সহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন এই সেচ্ছাসেবি সংগঠন।