রাজধানীর বাসস্ট্যান্ড গুলোতে দিনে রাতে একই চিত্র। অনেকে আবার বলছেন, ঈদ-পরবর্তী বিধিনিষেধ শেষ না হওয়া পর্যন্ত তারা ঢাকায় আসবেন না। ঈদের পরে যখন অফিস খুলবে খবর পেলেই তখন ঢাকায় আসবেন।
সেক্ষেত্রে ঢাকায় এসে চাকরি ফিরে পাওয়ার একটা অনিশ্চয়তাও রয়ে গেছে। এমন অনেকেই ঢাকা ছাড়ছেন পরিবার-পরিজনদের সাথে ঈদ করতে কিন্তু তাদের সে ঘরে ফেরাটা একেবারেই অন্যরকম।
কারণ তারা অনেকেই ছিলেন ঢাকায় চাকরি প্রত্যাশী এবং শিক্ষার্থী। নির্মাণ কাজের সাথে যেসব শ্রমিক জড়িত ছিলেন তারাও বাড়ি ফিরছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।