শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

দেশে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.১১ শতাংশ

Taj Afridi
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১

এ নিয়ে মোট প্রাণহানি সংখ্যা ১২ হাজার ৫৮৩ জনে দাঁড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১১ জন নারী। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৫০২টি ল্যাবে ১৪ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৪৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন। রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০.১১ শতাংশ। আর এ পর্যন্ত পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩.৪৭ শতাংশ। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে নমুনা পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার ছিলো ৭.৯১ শতাংশ। এছাড়া, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন। মোট সুস্থ ৭ লাখ ৩৮ হাজার ৮০৫। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২.৪৮ শতাংশ।

 

এর আগে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আর নতুন শনাক্তের সংখ্যা ছিলো ১ হাজার ৪৩ জন।

 

এদিকে, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৫০ হাজার ৫১ জনের। বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১৭ কোটি ৬ লাখ ৮৭ হাজার ৭৭৬ জন। আর সুস্থতার সংখ্যা ১৫ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৪৫১ জন।

 

উল্লেখ্য, গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.