শনিবার রাত পৌনে ৩টার দিকে নবোদয় হাউজিংয়ে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায়, গ্যাসলাইন ছিদ্র হয়ে টিনশেডের ঘরটিতে গ্যাস জমেছিল। রাতে কয়েল জ্বালানোর সময় ঘরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।
দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, দগ্ধ সোহেলের শরীরের ৭৫ শতাংশ, স্ত্রী লাবনীর ৩০ আর শিশুটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।