বিত্তশালীদের যাকাতের অর্থ সংগ্রহ করে তা দিয়ে মানুষকে স্থায়ী আয়ের সুযোগ ও কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে সংগঠনটি। এরইমধ্যে এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়েছেন ৫৪৫ ব্যক্তি ও পরিবার।
বাদশা মিয়া। ফরিদপুর থেকে ঢাকায় আসেন আঠারো বছর আগে। আঠারো বছর ধরেই ভাড়ায় চালাচ্ছেন অন্যের রিকশা। মাস দুয়েক আগে খোঁজ পান অভিযাত্রিক ফাউন্ডেশনের। সেখান থেকে তিনি পান একটি রিকশা। বাদশা মিয়া বলেন,’প্রতিদিন একশত টাকা করে দেয়া লাগতো। মাসে তিনহাজার টাকা। এখন সেটা দেয়া লাগে না। ঘর ভাড়ার অর্ধেক টাকা এখান থেকে হয়ে যায়। এখন আমি খেয়ে পরে ভালো আছি।’
বাদশা মিয়ার মতো এই ব্যক্তিও ছিলেন অস্বচ্ছল। ভ্যান ভাড়া নিয়ে বিক্রি করতেন সবজি। লাভের বড় অংশই চলে যেতো ভ্যান ভাড়ায়৷ অভিযাত্রিক ফাউন্ডেশনের সক্ষম প্রকল্পের আওতায় তিনিও পান একটি ভ্যান। এখন বেশ ভালো আছেন বলেই জানালেন তিনি।
ভ্যান চালক জানান,’যে টাকা ভ্যান ভাড়া দিতাম এখন সেই টাকার আমি একটা ডিপিএস করেছি। আমার সঙ্গে ১০/১৫ দিন পর পর যোগাযোগ হয়। আমি ব্যবসা করি কিনা? ব্যবসায় লাভ হচ্ছে কিনা?’
ব্যক্তি পর্যায়ে ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাকাত সংগ্রহ করে অভিযাত্রিক ফাউন্ডেশন। এরপর তা অস্বচ্ছল মানুষকে স্বচ্ছল করতে পরিকল্পিতভাবে সহায়তা করা হয়। কোনো ব্যক্তি যাকাতের প্রাপ্য কিনা, তা পর্যালোচনা করে যাকাত কমিটি।
২০১৬ থেকে এ পর্যন্ত ৭ জেলায় রিকশা, ভ্যান ছাড়াও গরু, ছাগল, চা দোকান, সেলাই মেশিন, ট্রাক্টর, ফুচকা চটপটির দোকানসহ মোট ৫৪৫ জনকে সহায়তা করেছে সংগঠনটি।
সক্ষম প্রকল্প সিনিয়র সহকারি অফিসার নাভিদ আনজুম হাসান জানান,’ঢাকার বাইরে আমাদের ৫শ’ ভলেন্টিয়ার আছে। যে এলাকাগুলোতে কাজ করি সেখানে আমাদের কোর ভলেন্টিয়ার হিসেবে ২০/৩০ জনের একটা টিম কাজ করে। ওরা আমাদেরকে সার্ভে রিপোর্ট, প্রফাইল পাঠায়। আমরা সে গুলোকে ওভারঅল মনিটরিং করে, ঢাকা থেকে ফাইনাল ইন্টারভিউ কল করে সেগুলোকে হ্যান্ডেল করি।’
এছাড়া ২০১০ থেকে বিনামূল্যে পাঠদানের তিনটি স্কুল, করোনা রোগীদের সেবাদান, অক্সিজেনসহ নানারকম স্বেচ্ছা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে অভিযাত্রিক ফাউন্ডেশন। অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ইমতিয়াজ জামি বলেন,’আমাদের জাকাত দাতারা জানতে পারেন তাদের টাকা দিয়ে কোন ক্যান্ডিডেটকে কি করে দেয়া হচ্ছে। রেগুলার প্রগ্রেস রিপোর্টটা আমরা তার সাথে শেয়ার করি।’
যাকাতের সহায়তার অপব্যবহার রোধে স্থায়ী আয়ের ব্যবস্থার পাশাপাশি, নিয়মিত মনিটরিং করা হয়।