বুধবার সকালে প্রতিষ্ঠানটির জরিপের ফল প্রকাশের ভার্চুয়াল আয়োজনে তিনি এ কথা বলেন।
পোশাককর্মী, বিদেশ ফেরত অভিবাসী, পরিবহণ শ্রমিক, হোটেলে-রেস্টুরেন্ট কর্মীসহ ৮টি খাতে জরিপ চালায় সিপিডি। বলা হয়, করোনার প্রথম ধাক্কায় অপ্রাতিষ্ঠানিক খাতের ৬২ শতাংশ কর্মজীবি চাকরি হারিয়েছিলেন। এরমধ্যে এক মাসের বেশি কর্মহীন ছিলেন ৮৫ শতাংশ শ্রমিক। ১৪ শতাংশ কর্মহীনের নতুন কাজে ফিরতে সময় লেগেছে ৪ মাসেরও বেশি।
ভার্চুয়াল সংলাপে বলা হয়, সেবা খাতে কাজ হারানো বেশিরভাগই কৃষিকাজে যুক্ত হয়েছেন। করোনায় কাজ হারানো ৪৫ শতাংশ পরিবারের উপার্জনে আগের অবস্থায় ফিরতে পারেনি।
৫২ শতাংশ পরিবারকে বাধ্য হয়ে খাদ্য কেনায় ছাড় দিতে হয়েছে। কোনো কোনো পরিবারে ঋণ দ্বিগুণ হয়েছে। সরকারি সহায়তা পৌঁছেছে মাত্র ২০ শতাংশ পরিবারে।