হাসপাতালে আসা রোগীরা সাধারণ শয্যা পেলেও, আইসিইউর রোগীদের ফেরত দিচ্ছে সরকারি হাসপাতালগুলো। ফলে সংকটাপন্ন রোগীদের আইসিইউ সেবা পেতে একাধিক হাসপাতালে যোগাযোগ করতে হচ্ছে।
এদিকে, করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে আসারা সকাল থেকেই ভিড় করছেন হাসপাতালগুলোতে। প্রথম ডোজের টিকা সাময়িক বন্ধ করায় বিপাকে পড়েছেন রেজিস্ট্রেশন করে অপেক্ষমানরা। ১৪ লাখের বেশি মানুষ প্রথম ডোজের টিকা নিতে অপেক্ষা করছেন। এমন অবস্থায় যারা প্রথম ডোজ নিয়েছেন, তারাও মাঝপথে টিকা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন।