শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

অক্সিজেন সরবরাহ, নিয়ে হুঁশিয়ারি জারি দিল্লিতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

রূপ ধারণ করেছে দিল্লির করোনা পরিস্থিতি। লকডাউন ঘোষণা করা সত্ত্বেও পরিস্থিতি সঙ্কটজনক। হু ‍হু করে বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। আক্রান্ত হয়েছে ২৪ হাজার ১০৩ জন। এখনও পর্যন্ত অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৯৩ হাজার ৮০ জন।

দিল্লিতে শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ৩৪৮ জনের। আক্রান্ত  ২৪ হাজার ৩৩১ জন। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল ২৬ হাজার ১৬৯ জন ৷ মৃত্যু হয়েছিল ৩০৬ জনের ৷ সংক্রমণের হার ৩৬.২৪ শতাংশ যা গত বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বাধিক ৷ দিল্লিতে গত ১০ দিনে করোনায় ১৭৫০ জনের মৃত্যু হয়েছে ৷ শহরে বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৩৮, মঙ্গলবার ২৮ হাজার ৩৯৫ এবং সোমবার ২৩ হাজার ৬৮৬।

হাসপাতালগুলোর অব্স্থা করুণ। কোথাও বেড নেই, কোথাও আবার অক্সিজেনের ঘাটতি। শুক্রবার অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ ২৫ জন কভিড রোগীর মৃত্যু হয়েছে ৷

এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি জারি করেছে দিল্লি হাইকোর্ট।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.