দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ মিরপুর শের-ই বাংলায় দলীয়ভাবে অনুশীলন করেছে বাংলাদেশ। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। অনুশীলন শেষেই গণমাধ্যমের মুখোমুখি হন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। কথা হয় সাকিব আল হাসান প্রসঙ্গেও।
শ্রীলঙ্কা সফরে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব- এটা আগে থেকেই নিশ্চিত ছিল। আর তার না থাকায় দলের ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন টেস্ট অধিনায়ক মুমিনুল।
রবিবার টেস্ট সিরিজকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর (সাকিব না থাকলে) কোনো প্রভাব পড়বে।’
কাল দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে শ্রীলঙ্কা যাবে দল। তিনদিন রুম কোয়ারেন্টাইনের পর শুরু হবে অনুশীলন। ১৭-১৮ তারিখে হবে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ।