চতুর্দশ আসরে আজ প্রথম মাঠে নেমেছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে আইপিএলের শুরুটা ভালো হয়নি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। মাত্র দুই বল খেলে আবেশ খানের বলে বোল্ড হয়ে যান। নামের পাশে শূন্য রান। তবে অধিনায়কের ব্যর্থতার দিনে সুরেশ রায়নার দাপুটে ব্যাটিংয়ে চেন্নাইয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৮৮ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি ক্যাপিটালস। ক্রিস ওকস আর আবেশ খানের দাপটে চেন্নাইয়ের টপ অর্ডার ধসে পড়ে। রুতুরাজ (৫) আর ডু প্লেসিস (০) রানে ফেরেন। এরপর মঈন আলীর সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন সুরেশ রায়না। ২৪ বলে ৪ বাউন্ডারি আর ২ ওভার বাউন্ডারিতে ৩৬ রান করা মঈন রবিচন্দ্রন অশ্বিনের শিকার হলে জুটির অবসান হয়। ৩২ বলে রায়না ফিফটি পূরণ। রায়ডু ১৬ বলে ২৩ রানে আউট হওয়ার আগে জুটিতে আসে ৬৩ রান। এর পরেই দুঃখজনকভাবে রান-আউট হয়ে যান ৩৬ বলে ৩ চার ৪ ছক্কায় ৫৪ রান করা রায়না। শেষদিকে রবীন্দ্র জাদেজা ১৭ বলে ৩ চারে অপরাজিত ২৬* এবং স্যাম কারান ১৫ বলে ৪ চার ২ ছক্কায় অপরাজিত ৩৪* রান করেন। ২০ ওভারে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৮ রান।