ইউসিএল কোয়ার্টার: ১ম লেগে রিয়াল, সিটির জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ১ম লেগে হোম ভেন্যুতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
রিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছে লিভারপুল, ম্যাচে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। বরুশিয়ার বিপক্ষে সিটিজেনরা পেয়েছে ২-১ গোলের জয়।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচে বাড়তি চাপ থাকে যেকোন বড় দলেরই। রিয়াল-লিভারপুল ম্যাচেও এর ব্যতিক্রম ছিলনা। রিয়ালের ওপর সেটা ছিল খানিকটা বেশিই। সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন বলে কথা। ম্যাচের ২৭ মিনিটেই টনি ক্রুসের অ্যাসিস্ট থেকে মাদ্রিদ জায়ান্টদের লিড পাইয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। দশ মিনিট না পেরোতেই রিয়াল মাদ্রিদের লিড ডাবল করেন অ্যাসেনসিও। ২-০ গোলে পিছিয়ে থেকে সেকেন্ড হাফ শুরু এবং ম্যাচের ফেরার তাড়া লিভারপুলের। ৫১ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর গোলে ব্যবধান কমে অল-রেডদের। ৬৫ মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্ট থেকে আবারো লিভারপুলের জাল কাপান ব্রাজিলিয়ান অ্যাটাকার ভিনিসিয়াস। ৩-১’এ লিড নেয় জিনেদিন জিদানের ছেলেরা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে রিয়ালের ২য় কমবয়সি ফুটবলার হিসেবে ডাবল স্কোর বিশ বছর বয়সী ভিনিসিয়াসের।
রিয়ালের রক্ষণ ভেঙ্গে আর গোল করার সুযোগ পায়নি লিভারপুল। হারলেও এক গোল করায় সেমিফাইনালের আশা ছাড়ছেনা ইপিএল জায়ান্টরা।
অন্যম্যাচে হোম গ্রাউন্ড ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল দখলে রাজত্ব করেছে ম্যানচেস্টার সিটি। লিড পেতে সময় নিয়েছে উনিশ মিনিট। ডি-বক্সের সামনে থেকে পাস পান ফোডেন, বল নিয়ন্ত্রণে রেখে ব্যাকপাস করেন রিয়াদ মাহরেজকে, ডান পায়ের শটে বরুশিয়ার জাল কাপান বেলজিয়ান কেভিন ডি ব্রুইন। সমতায় ফিরতে ৬৫ মিনিট লেগেছে ডর্টমুন্ডের। হালান্ডের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান মার্কো রইস।