গণপরিবহন বন্ধ থাকায় সোমবার (৫ এপ্রিল) দিনভর বেশ দাপটেই ছিলেন রিকশা ও সিএনজি অটোরিকশার চালকরা। অনেকেই অতিরিক্ত ভাড়ায় যাত্রী বহন করেছেন। কিন্তু সন্ধ্যার পর দৃশ্যপট পাল্টে যায়। রাজধানীর রাস্তাগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ে। ফলে যাত্রী সংকট দেখা দেয়। এ অবস্থায় নগরীর বিভিন্ন সড়কের মোড়ে রিকশাচালকদেরকে যাত্রীর অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।
রিকশাচালকরা বলছেন, গণপরিবহন না থাকায় ও অফিস আদালতসহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিধি-নিষেধ আরোপ করায় রাস্তায় মানুষের উপস্থিতি আগের তুলনায় অনেক কম। কিন্তু যে পরিমাণে মানুষ কমেছে, রাস্তায় সে পরিমাণে রিকশা কমেনি। জীবিকার তাগিদে সব রিকশাচালকই যাত্রী পরিবহনের বের হয়েছেন। এ কারণে সন্ধ্যার পর থেকে সড়কে যাত্রী পাওয়া যাচ্ছে না।