নবম বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন জাতীয় অ্যাথলেটিক্সের সেরা মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে পুরুষ বিভাগের ১০০ মিটারে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল। গত বছর জাতীয় অ্যাথলেটিক্সে তিনি ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন।
এ ছাড়া আজকের প্রতিযোগিতায় নৌবাহিনীর আব্দুল রউফ (১০.৬০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম (১০.৭০ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন। টাইমিং খারাপ হওয়ার কারণ হিসেবে ইসমাইল বলেন, ‘করোনার কারণে নিয়মিত অনুশীলন করতে পারি না। মাঝেমাঝে মাঠে আসতে পারি; মাঝেমাঝে পারি না। মহামারি শেষ হলে আশা করি আপনারা আমার ভালো একটা টাইমিং দেখতে পাবেন’।
অন্যদিকে মেয়েদের বিভাগে ১১.৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন আক্তার। এর আগে সর্বশেষ জাতীয় অ্যাথলেটিক্সে তিনি ১২.১০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। সেই সময়ের চেয়ে তার আজকের টাইমিং ভালো।