ব্যাটসম্যানদের জন্য নিউজিল্যান্ডে রান করা কঠিনতম একটি কাজ। ব্যাট হাতে ব্যাটসম্যানদের বার বার ব্যর্থতা সেটারেই প্রমাণ। তবে ব্যতিক্রম একজন, তিনি মোহাম্মদ মিঠুন।
নিউজিল্যান্ডে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই অর্ধশত রানের দেখা পেয়েছেন মিঠুন। ২০১৯ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিঠুন করেছিলেন ৬২ রান। দ্বিতীয় ওয়ানতেডেও হেসেছিল তার ব্যাট, খেলেছিলেন ৫৭ রানের ইনিংস। শেষ ওয়ানডেটি খেলেননি তিনি।
এবারো নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচে মাত্র ৯ রানে আউট হলেও দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠেন মিঠুন। ৫৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই ৫০ ওভার শেষে ২৭১ রানের স্কোর পেয়েছিল বাংলাদেশ।