আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের আওলাতুল এলাকার ডিলার ইয়াসিন আলীর গোডাউন থেকে ওই চাল উদ্ধার করা হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা বলেন, বুধবার রাত ৩টার দিকে ডিলার ইয়াসিন নিয়মবহির্ভূত ভাবে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে নিজ গুদামে নিয়ে সরকারি বস্তা পরিবর্তন করে বিক্রি করার চেষ্টা করলে এলাকাবাসি তাদের আটক করে আমাদের খবর দেয়। পরে সেখানে অভিযান চালিয়ে ৪৮ বস্তা চাল পাওয়া যায়।
তবে চালগুলো পাটের বস্তা থেকে প্লাস্টিকের বস্তায় তোলা ছিল। পরে খাদ্য গুদাম কর্মকর্তা সরকারি চাল হিসেবে সনাক্ত করেন। এসময় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সরকারি চাল বিক্রির সাথে যারাই থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।