শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

নায়ক থেকে গায়ক এখন সজল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুর নূর সজল এখন সিনেমামুখী। নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। চিত্রনাট্য লেখার পাশাপাশি ‘ব্যাচ ২০০৩’ নামের সিনেমাটি পরিচালনা করছেন পার্থ সরকার।এটি তার নির্মিত প্রথম সিনেমা হতে যাচ্ছে।সাইকোলজিকাল থ্রিলার ঘরানার ‘ব্যাচ ২০০৩’ সিনেমাটির ফাস্ট লুক প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়।

‘ব্যাচ ২০০৩’ সিনেমায় ‘ধ্বংস পাহাড়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সজল।এটি তার গাওয়া প্রথম সিনেমা গান।

সাইকোলজিকাল থ্রিলার ঘরানার ‘ব্যাচ ২০০৩’ সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায়। সেটি বেশ আলোচনায় এসেছে।

এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সজল।

তবে চমকপ্রদ খবর হলো, ‘ব্যাচ ২০০৩’ সিনেমায় ‘ধ্বংস পাহাড়’ শিরোনামের একটি গানে কণ্ঠও দিয়েছেন সজল। এটি তার গাওয়া প্রথম সিনেমার গান। তার গাওয়া গানে তিনিই পর্দায় ঠোঁট মেলাবেন। বিষয়টিকে বেশ আনন্দময় এবং নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই অভিনেতা

সজল বলেন, ‘লম্বা প্রি প্রোডাকশনের পর গত ডিসেম্বরে আমরা সিনেমাটির শুটিং করেছি। দর্শক আমাকে এখানে একদমই নতুনভাবে দেখতে পাবেন। এ ধরনের চরিত্র এর আগে করিনি। চরিত্রটি ধারণ করতে শুটিংয়ের আগে আমি দীর্ঘদিন অন্য কোনো নাটক বা সিনেমার কাজ করিনি। সব মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে।’

ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘ব্যাচ ২০০৩’ মুক্তি পাবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

এদিকে সজল অভিনীত এবং নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বিন’ নামের ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে সজলের বিপরীতে অভিনয় করছেন পূজা। এছাড়াও ‘হারজিৎ’ নামের আরেকটি সিনেমা মুক্তি অপেক্ষায় আছে তার। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।  সিনেমায় সজলের নায়িকা মাহিয়া মাহি।

তিনি আরও বলেন, এই বছরটাতে বেশ ভালো কিছু কাজ নিয়ে হাজির হচ্ছি আমি। নিজেকে স্বাভাবিকের বাইরে একটু অন্যরকমভাবে উপস্থাপন করতে পারছি প্রত্যেকটা কাজে। সত্যি বলতে এই ছবিটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।

‘ব্যাচ ২০০৩’ সিনেমার মধ্য দিয়ে নায়কের পাশাপাশি গায়ক হিসেবেও অভিষেক ঘটতে যাচ্ছে সজলের। ছবিটির জন্য একটি গানও গেয়েছেন তিনি। প্রথমবারের মত গান গাইলেন তিনি। ‘ধ্বংস পাহাড়’ শিরোনামের গানে প্লে-ব্যাক করেছেন তিনি।

এ বিষয়ে সজল বলেন, এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা। প্রথমবার গান গাইলাম। যেহেতু আমি গাওয়ক নই, তাই আমাকে একটু বাড়তি প্র্যাক্টিস করতে হয়েছে। প্রায় ২০ দিনের মত গানটি নিয়ে চর্চা করেছি তারপর ভয়েস দিয়েছি। প্রথম দিকে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম।

সিনেমার জন্য নাটকের কাজ কমিয়ে দিয়েছেন? যদি অন্যভাবে বলি, সিনেমাকে কেন্দ্র করেই কি এখন সামনে এগিয়ে যাবেন? এই নায়কের উত্তর, নাটক এবং সিনেমা দুইটা দুইরকম প্লাটফর্ম হলেও মূল বিষয় কিন্তু অভিনয়ই। নাটক হোক কিংবা সিনেমা; সেখানে কিন্তু আমাদের অভিনয়ই করতে হয়। সো, আমি অভিনয়টাকেই গুরুত্ব দিয়ে এসেছি এতটা সময়, এখনও তাই। আর এটা সত্যি যে আমি গত কয়েক বছর ধরে নাটকে কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি। প্রায় এক যুগেরও বেশি হয়ে যাবে যে আমি ধারাবাহিক করিনা। একসময় একক নাটক অনেক বেশি করেছি কিন্তু এখন সেটাও কমিয়ে দিয়েছি। খুব পছন্দের স্ক্রীপ্ট না হলে এখন কোনো নাটকই করি না। আর সিনেমা নিয়ে অন্যভাবে ভাবার কিছু নেই। পছন্দমত স্ক্রিপ্ট হলেই সেটা লুফে নিচ্ছি।

প্রসঙ্গত, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমা দিয়ে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক ঘটে সজলের। এরপর ২০১৫ সালে ‘রান আউট’ এবং ২০১৬ সালে ‘হারজিৎ’ সিনেমার পর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বিন’ সিনেমার কাজও শেষ করেন। ‘জ্বিন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।  রয়েছে হাতে বেশ কিছু সিনেমা।

সব মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে।’

ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘ব্যাচ ২০০৩’ মুক্তি পাবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.