লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে কুয়েতের আদালত চার বছরের সশ্রম কারাদণ্ডের সাথে ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালত এই রায় দিয়েছে। অর্থ এবং মানব পাচারের অভিযোগে এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে কুয়েতের পুলিশ সেখানে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে গত বছরের ৬ই জুন।
তিনি ২০১৮ সালে ৩০শে ডিসেম্বরের নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি হন। এমপি হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্যের কোটায় তার স্ত্রীকে তিনি এমপি করে আনেন। কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।