মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বৃহস্পতিবার থেকে তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। শুক্রবার তা অসহনীয় পর্যায়ে চলে যায়।
একই পরিস্থিতি শনিবারেও আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, এমন তাপমাত্রা রবিবার পর্যন্ত থাকতে পারে।
সোমবার (১২ মে) থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।