কাশ্মীরের জম্মু অঞ্চলে আজ বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা হয়েছে বলে খবর প্রচার করেছে রয়টার্স। তবে এ হামলা করেনি বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আল-জাজিরাকে দেওয়া বক্তব্যে পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা বলেন, ভারতের এ অভিযোগ ‘তাদের মিথ্যার ধারাবাহিকতা’ ছাড়া আর কিছু নয়।
একজন জ্যেষ্ঠ সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রাতে কিংবা আজ পাকিস্তান কোনো ধরনের হামলা চালায়নি।
ভারত সরকার বৃহস্পতিবার দাবি করে, পাকিস্তান ভারতের ১৫টি শহরে ড্রোন হামলা চালিয়েছে।