কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ ১০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিরোধীদলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এই দাবি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে সংঘাত আরও বাড়ানোর বিরুদ্ধেও সতর্ক করেছেন। খবর এনডিটিভির।
প্রতিরক্ষামন্ত্রী বিরোধীদলকে বলেন, ‘সিঁদুর’ একটি ‘চলমান অভিযান’। ভারত আর কোনও হামলা চালাতে চায় না, তবে পাক বাহিনী আক্রমণ করলে আবারও পাল্টা আক্রমণ করবে।