আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়ে পাঠানো চিঠির ভুল ব্যখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তিনি প্রকাশ্যেই বলেছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান তার চিঠির ভুল ব্যখ্যা করেছেন এবং বারবার বলছেন যে, সাকিব টেস্ট খেলতে চায় না। এ ব্যাপারে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন দেশের সাবেক অধিনায়ক তথা বোর্ড কর্মকর্তা আকরাম খানের কাছে।
গতকাল একটি অনলাইন সংবদামাধ্যমের লাইভে এসে সাকিব বলেছেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না…। আকরাম ভাই বার বার বলেছে, আমি টেস্ট খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েনি। আমি পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করে, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই।’
সাকিবের এমন অভিযোগের ব্যাপারে আজ রবিবার আকরাম খান বলেন, ‘আজ আমরা এ ব্যাপারে কথা বলব না। বোর্ড সভাপতির সঙ্গে আগে কথা বলব। মিটিং করব আমরা। মিটিংয়ের পর এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কথা বলব।