শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

আহ্বান তুরস্কের ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তুরস্কের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ মনোভাব’ প্রদর্শনের অভিযোগ তুলেছেন। এর কারণ, তুরস্ক জাতিসংঘে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে ৫২টি দেশ ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে।

এই ঘটনায় ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মন্তব্য করেন, দেশগুলো সৎ নয় এবং দুষ্টু বলয়ের (অ্যাক্সিস অব ইভিল)-এর সহযোগী। তাদের এমন পদক্ষেপ স্বাভাবিক।

এর আগে রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে এই চিঠি দেয়। আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন দেশ এই চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে গাজার চলমান সংঘাতের কারণে ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৩৭৪ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘ জানিয়েছে।

ইসরাইল দাবি করেছে, এই যুদ্ধ শুরু হয়েছিল ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর। ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ‘এই চিঠি প্রমাণ করে জাতিসংঘ কিছু অন্ধকারময় দেশ দ্বারা পরিচালিত হচ্ছে, ন্যায়বিচার ও নৈতিকতার পক্ষে থাকা দেশগুলো দ্বারা নয়।’

তুরস্কের চিঠিতে গাজার বেসামরিক মৃত্যুর হারকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করা হয়েছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.