বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে এবং ৮০ শতাংশ মানুষকে শহরের সুযোগ সুবিধা সম্বলিত আবাসন ব্যবস্থার আওতায় আনতে হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভি করোনা সংকট কাটিয়ে উঠতে প্রোপার্টি ট্যাক্স ২ শতাংশ থেকে ৫ শতাংশে উন্নীত করার দাবি করেন।
পরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনে মেয়র খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে চীনের সাথে রাজশাহী ওয়াসার পানি শোধনের জন্য ৪ হাজার ৬২ কোটি টাকার একটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।