লুহানস্ক অঞ্চল প্রায় সম্পূর্ণরূপে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং মস্কো অঞ্চলটির সম্পূর্ণ সংযুক্তি দাবি করেছে। রুশ নিযুক্ত আঞ্চলিক প্রধান লিওনিড পাসেচনিক জানান, অঞ্চলের প্রধান শহরে একটি ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
লুহানস্ক অঞ্চল প্রায় সম্পূর্ণরূপে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং মস্কো অঞ্চলটির সম্পূর্ণ সংযুক্তি দাবি করেছে। রুশ নিযুক্ত আঞ্চলিক প্রধান লিওনিড পাসেচনিক জানান, অঞ্চলের প্রধান শহরে একটি ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, দুর্ভাগ্যবশত হামলায় তিনজন নিহত হয়েছে। তবে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে বেঁচে থাকা সাতজনকে বের করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আঞ্চলিক সরকার টেলিগ্রামে বলেছে, ৮ থেকে ১৬ বছর বয়সী তিনটি শিশুসহ ৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে ‘পাঁচ জনের অবস্থা গুরুতর’ বলে জানিয়েছেন আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাতালিয়া পাশচেঙ্কো।
পাশচেঙ্কো টেলিগ্রামে বলেছেন, ‘ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা দিনের বেলায় লুহানস্কের বেসামরিক অবকাঠামোতে ব্যাপক আক্রমণ শুরু করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ‘ইচ্ছাকৃতভাবে লুহানস্ক শহরের আবাসিক জেলাগুলোতে মার্কিন তৈরি পাঁচটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে’। সেই সঙ্গে তারারুশ বিমান প্রতিরক্ষা দিয়ে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।