স্থানীয়রা জানান, হুসাইন আলি ট্রাক্টরের চালক ছিলেন। তার ট্রাক্টরের হাইড্রলিক্সের সমস্যা দেখা দিলে দামুড়হুদা বাসস্টান্ডের আলমগীরের গ্যারেজে নিয়ে আসেন। পরে গ্যারেজের পাশে নিজেই হাইড্রলিক্স উঁচু করে দিয়ে ট্রাক্টরের নিচে মেরামতের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত হাইড্রলিক্সটি পড়ে গেলে ট্রাক্টরটি একটি অংশ তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।