ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত জরিপ অনুসারে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোটে দৃঢ়ভাবে অবস্থান করছেন, আর এবারের নির্বাচনে ওয়েনাড় আসনও জিততে পারেন।2
মঙ্গলবার (৪ জুন) ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এ ভোট গণনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০২ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২০৯ আসনে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে আছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশটির শীর্ষস্থানীয় আটটি সমীক্ষা সংস্থার প্রকাশিত বুথফেরত জরিপের আভাস বলছে, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট ক্ষমতায় বসছে। তবে, এ জরিপকে প্রত্যাখ্যান করেছেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী।